নাটোর প্রতিনিধি: নাটোরে প্রতারণার অভিযোগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ৫ পুলিশ সদস্যকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আড়াই বছর কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সাজেদুর রহমান, জোবায়ের হোসেন, সাইদুর রহমান, আমির আলী ও রফিকুল ইসলাম।
পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পান তারা। পরবর্তীতে তদন্তেরর সময় ৫ জন পুলিশের সার্টিফিকেট ভূয়া বলে বিবেচিত হয়। পরে এই ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে।চ্যানেল ২৪
আইএনবি/বিভূঁইয়া