আইএনবি ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পানের ভাঁজে ৬৫ হাজার ১০৫ পিস ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে । গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো আইয়ুব, আবদুস শুক্কুর ও আমির হোসেন। রাজধানীর শ্যামপুর থেকে গতকাল রবিবার তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, মাদক ব্যবসায়ীরা কক্সবাজার থেকে পানের ডালায় করে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে ঢাকা আসবে বলে গোপন তথ্যে জানা যায়। পরে র্যাব সদস্যরা শ্যামপুর পোস্তগোলা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় অবস্থান নেন। তবে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পরে পানের ডালায় ভাঁজে ভাঁজে ৩২৬টি প্যাকেটে ৬৫ হাজার ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার দাম প্রায় ১ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকা।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পেশাদার মাদককারবারি। তারা বেশ কিছুদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা ও অন্যান্য মাদক ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেপ্তার হওয়া আবদুস শুক্কুরের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় মাদক মামলা রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া