নেত্রকোনায় গৃহবধূর আত্মহত্যা

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সোমবার (২৯ নভেম্বর) রাতে পৌর শহরের ভাঙা ব্রিজ এলাকার বসত ঘর থেকে হাওয়া (১৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত গৃহবধূ উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাশী গ্রামের কৃষক ফজলুল করিমের মেয়ে। তিনি তার স্বামী হাসান মিয়ার সঙ্গে ভাঙা ব্রিজ এলাকায় থাকতেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, মারা যাওয়ার আগে হাওয়া একটি চিরকুট লিখে রেখে গেছেন। চিরকুটে তিনি নিজের মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি।

ওসি শাহনুর আলম জানান, গৃহবধূ হওয়ার লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।

 

আইএনবি/বিভূঁইয়া