নেত্রকোণায় ২ স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়া সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ মেধাবী স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ ২০ ঘন্টার ব্যবধানে উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ।

মৃতরা হলো, কেন্দুয়া পৌরসদরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী পুষ্পিতা মেহরিন শ্রেয়া এবং একই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী রিম্বি আক্তার।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দুয়া পৌরসদরের শান্তিবাগস্থ ভাড়া বাসায় সান্দিকোনা ইউনিয়নের খিদিরপুর গ্রামের মাসুদ রানার মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী পুষ্পিতা মেহরিন শ্রেয়া গলায় ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে।

অপরদিকে ১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টার দিকে কেন্দুয়া পৌরসদরের সাউদপাড়াস্থ নিজ বাসার রান্না ঘরের ধর্নার সঙ্গে গলায় উড়না পেঁছানো রিম্বি আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। রিম্বি সাউদপাড়া মহল্লার মুখলেছুর রহমানের মেয়ে। বিকালে লাশ নেত্রকোণা মর্গে প্রেরণ করা হয়। এই ব্যাপারে থানায় দুটি সাধারণ ডাইরি করেন।

আইএনবি/বিভূঁইয়া