নিউজিল্যান্ডে করোনার সামাজিক সংক্রমণ নেই, লকডাউন শিথিল

আন্তর্জাতিক ডেস্ক: কয়েকদিন ধরেই শনাক্তের সংখ্যা এক অঙ্কে নেমে এসেছে। রোববার প্রধানমন্ত্রী জেসিন্ডা অ্যার্ডেন বলেন, আমরা বর্তমানে করোনাকে উচ্ছেদ করেছি। আমরা করোনা যুদ্ধে জয়ী হয়েছি। বিবিসি

অত্যাবশ্যকীয় নয় এমন কিছু ব্যবসা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গলবার চালু হবে। তবে অধিকাংশ মানুষকে সব সময় ঘরে থাকতে হবে। সামাজিক জমায়েত এড়িয়ে চলতে হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, আমরা অর্থনীতি খুলে দিচ্ছি। আমরা মানুষের সামাজিক জীবন খুলে দিচ্ছি না।

দেশটিতে সোমবার পর্যন্ত এক হাজার ৫০০ জনের কম করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে ১৯ জন।

দেশটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাসলে বøুমফিল্ড বলেন, কয়েকদিনের শনাক্তের সংখ্যা কমেছে। এটা কি আমাদের লক্ষ্য অর্জনের আস্থা জোগায়? তিনি সতর্ক করে দিয়ে বলেন, নতুন শনাক্তের সংখ্যা কমার মানে এই নয়- করোনাভাইরাস শেষ হয়ে গেছে। আমরা যদি এ থেকে মুক্তি চাই, তাহলে অবশ্যই সতর্ক থাকতে হবে।

করোনা মহামারীর শুরুতেই বিশ^ ভ্রমণসহ কঠোর কিছু পদক্ষেপ নেয় নিউজিল্যান্ড। বন্ধ করে দেয়া হয় সীমান্ত। বিদেশ থেকে আসা ব্যক্তিদের জোর করে কোয়ারানটাইনে পাঠানো হয়। ব্যাপক পরীক্ষা করা হয়। সমুদ্র ও নদীর তীর, খেলার মাঠ, অফিস, স্কুল, বার ও রেস্তোরাঁ বন্ধ করে দেয়া হয়।

আইএনবি/বিভূঁইয়া