নারায়ণগঞ্জে নতুন করে আক্রান্ত ১৪০

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বুধবার (২৯ এপ্রিল) জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান. নারায়ণগঞ্জ জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন মোট ৮৮২ জন।

তিনি বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় ১৪০ জন সনাক্ত হলেও নতুন করে কেউ মারা যাননি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৪২ জন।’

এদিকে আজ বুধবার থেকে নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে করোনা ইউনিট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শুরু হয়েছে। তবে এখনও আইসিইউ সেট ও পিসিআর ল্যাব স্থাপন করা হয়নি।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন জানান, করোনা ইউনিটে আইসিইউ ও পিসিআর ল্যাব স্থাপনের কাজ চলছে। কয়েকদিনের মধ্যেই এ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া