নাগেশ্বরীতে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার রায়গঞ্জ বাজারে ট্রাকচাপায় জাহানারা বেওয়া (৭১) নামের একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বামনেরকুটি গ্রামের মৃত মোফাজ্জল মন্ডলের স্ত্রী।

এলাকাবাসী জানান, আজ মঙ্গলবার সকালে জাহানারা বেওয়া হেঁটে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন।

এ সময় ভুরুঙ্গামারী সোনাহাটগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে রায়গঞ্জ ব্রিজের দক্ষিণ পাশে সজোড়ে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, বিষয়টি জানতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া