ময়মনসিংহ প্রতিনিধি:ফুলবাড়িয়া পৌরসভার পাগলা পাড়া এলাকা থেকে নববধূঁ লিমা আক্তার (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের স্বামী শাকিল ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের কড়ইতলা গ্রামের জলিলের কন্যা কলেজ ছাত্রী লিমার ইচ্ছার বিরুদ্ধে গত তিনমাস আগে তাঁর খালাতো ভাই পাশ্ববর্তি ৪ নম্বর ওয়ার্ডের পাগলা পাড়া গ্রামের আ. মালেকের পুত্র শাকিলের সাথে বিয়ে হয়। শুক্রবার রাতেও স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এ সময় লিমাকে মারপিট করেন তার স্বামী।
শাকিলের পরিবার দাবি করছে, শাকিল ও লিমা এক সাথে সেহরি খেয়ে ঘুমাতে যায়। আজ সকালে তাঁর স্বামী নিজ ঘরে ফাঁসিতে ঝুলন্ত অবস্থা দেখতে পায় লিমাকে।
নববধূঁর পিতা আ. জলিল বলেন, তাঁর মেয়েকে হত্যা করে লাশ জুলিয়ে রাখে স্বামী ও তাঁর পরিবারের লোকজন।
ফুলবাড়িয়া থানায় ওসি (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, স্বামী ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, নববধূঁর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া