নবজাতক কন্যাকে আছড়ে মারলেন বাবা!

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত শনিবার ভোরে উপজেলার পাড়াগাঁও বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

কান্না করায় ক্ষিপ্ত হয়ে মীম নামে ২৯ দিন বয়সী নবজাতক শিশুকে হত্যা করেছে তার আপন বাবা।

শিশুটির মা খাদিজা বেগম জানান, মেয়ে সন্তান জন্মের পর থেকেই স্বামী কামাল হোসেন তাকে জ্বালা যন্ত্রণা করতো। শনিবার ভোরে শিশু মীম তার মায়ের কোলে কান্না করার শব্দে রাগান্বিত হয়ে মেয়েকে তার বাবা কামাল হোসেন আছাড় দিয়ে হত্যা করে পালিয়ে যান।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আনিচুর রহমান জানান, মীম নামে ২৯ দিনের এক শিশুকে তার বাবা কামাল হোসেন আছাড় দিয়ে হত্যা করেছেন, এমন খবর পেয়ে দুপুর দেড়টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এই পুলিশ কর্মকর্তা বলেন, মেয়ে সন্তান নেয়ায় কামাল হোসেন খুশি ছিল না। মেয়ে সন্তান জন্মের পর থেকে কামাল হোসেন খাদিজা বেগমকে জ্বালাতন করতেন। শনিবার ভোরে শিশু মীম কান্না করতে থাকলে কামাল হোসেন রেগে গিয়ে মাটিতে আছাড় দিয়ে শিশুটিকে হত্যা করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাবা কামাল হোসেনকেও গ্রেপ্তার করা হবে।

আইএনবি/বিভূঁইয়া