দেড় হাজার পিস ইয়াবাসহ এক ভারতীয় নাগরিক আটক

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় জয়দুল হোসেন (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে দেড় হাজার পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। গতকাল শুক্রবার রাতের সাড়ে ১১ টায় জেলার বুড়িচং উপজেলার অভিযান পরিচালনাকালে আটক করার ঘটনা ঘটে।

বুড়িচং থানা সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার কুমিল্লা বাগড়া সড়কের দক্ষিণগ্রাম সড়কের উপরে এসআই নন্দন সঙ্গীয় ফোর্সসহ
অভিযান পরিচালনাকালে ভারতের ত্রিপুরার জেলার কলমচুড়া থানার মধ্য বক্সনগর গ্রামের আবদুস সুবহানের ছেলে জয়দুল হোসেনকে দেড় হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক পিপিএম, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক আইনে এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে পৃথক পৃথক দুইটি মামলা রুজু করা হয়।

আইএনবি/বিভূঁইয়া