আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ট্রাম্প এবারই প্রথম ভারত সফর করছেন। তবে প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পের সময়ে কয়েকবার যুক্তরাষ্ট্র সফর করেছেন । এ মাসের ২৪ ও ২৫ তারিখে দু’দিনের জন্য ভারত সফরে যাচ্ছেন বলে সোমবার হোয়াইট হাউজ নিশ্চিত করেছে। ইয়ন
গত সপ্তাহের শেষের দিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। দুজনেই একমত হন যে ট্রাম্পের সফরে আরও সুদৃঢ় হবে ভারত-মার্কিন সম্পর্ক।
১ জানুয়ারি দুই দেশের পক্ষ থেকে ট্রাম্পের সফরের তারিখ নির্ধারণ করলেও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসনের শুনানির কারণে আগে তা প্রচার করেনি। তবে অভিশংসন থেকে অব্যহতি পাওয়ার পর হোয়াইট হাউস এ ঘোষণা করেছে।
ট্রাম্প ও মেলানিয়ার এই সফরের সময়ে নয়াদিল্লি ছাড়াও নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে ও মহাত্মা গান্ধীর সাবারমতি আশ্রমে যাওয়ার কথা রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া