গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের কোটালীপাড়ার ৮ বছরের শিশু জ্যোতি গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে । লেবু খাওয়া নিয়ে দুই ভাইবোনের মধ্যে কথা কাটাকাটির পর ঘরের মাচার সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
কোটালীপাড়া উপজেলার লখন্ডা গ্রামের স্বপন তালুকদারের মেয়ে জ্যোতি লখন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
পরিবারের বরাত দিয়ে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফার রহমান এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানিয়েছেন, রোববার বিকালে লেবু খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাইবোনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক সময় সকলের চোঁখকে ফাঁকি দিয়ে নিজেদের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে জ্যোতি আত্নহত্যা করে।
আইএনবি/বিভূঁইয়া