বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীর রূপাতলী এলাকায় পূর্ব শত্রুতার জেরধরে শুক্রবার রাতে মামুন মাতুব্বর (৪০) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম পিপিএম জানান, নিহত মামুন মাতুব্বর ওই এলাকার মাওলানা ভাসানী সড়ক এলাকার ভাড়াটিয়া এবং পটুয়াখালীর ছোটবিঘাই গ্রামের বাসিন্দা।
তিনি আরো জানান, দুই সন্তানের জনক মামুনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেশী রফিকুল ইসলামের পুত্র রাব্বি ইসলামের দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছে। শুক্রবার সন্ধ্যায় মামুনের কবুতরের খোপে ঢিল ছোড়াকে কেন্দ্র করে উভয়ে বিবাদে জড়িয়ে পরে। একপর্যায়ে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে মামুনকে কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে রাতে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত রাব্বিকে আটক করেছে। রাব্বি ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আইএনবি/বি. ভূঁইয়া