দক্ষিণখান এলাকায় সৎ মায়ের নির্যাতনে শিশুর মৃত্যু

আইএনবি নিউজ: মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাজধানীর দক্ষিণখান থানার উপপরিদর্শক মোশারফ হোসেন নিশ্চিত করে জানান, দক্ষিণখান এলাকায় সৎ মায়ের নির্যাতনে সুরাইয়া আক্তার সুরা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । এ ঘটনায় শিশুটির সৎ মা শিবলী বেগমকে (২৬) আটক করেছে দক্ষিণখান পুলিশ।

তিনি জানান, সোমবার (২০ জানুয়ারি) রাত ১টার দিকে দক্ষিণখানের নোয়াপাড়া এলাকার একটি বাসা থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়। সৎ মায়ের নির্যাতনে সুরাইয়া মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির শরীরে নতুন ও পুরনো আঘাতের চিহ্ন রয়েছে। সুরাইয়ার বাবার নাম হাফিজুল ইসলাম। তিনি ওই এলাকায় ভাড়া থাকেন।

মোশারফ হোসেন জানান, সুরাইয়ার মা জাকিরুন বেগমের সঙ্গে তার বাবার তালাক হয়ে যায়। তারপর থেকে সুরাইয়া সৎ মায়ের কাছেই থাকত।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে।

আইএনবি/বিভূঁইয়া