তৈমুরের চুল কেটে দিলেন সাইফ আলি খান

বিনোদন ডেস্ক: লকডাউনের কারণে বাইরে বের হওয়া নিষেধ। বন্ধ রয়েছে সেলুন ও পার্লার। কিন্তু মাথার চুল তো লকডাউন মানে না। তর তর করে চুল বাড়তেই থাকে। তাই বাড়তি চুল ছাটাই করতে আনুশকা শর্মা যেমন বিরাট কোহলিকে সাহায্য করেছেন, তেমনি আরও অনেক তারকার ক্ষেত্রেও একই কথা।

এবার কাঁচি হাতে নরসুন্দরের ভূমিকায় দেখা দিয়েছেন সাইফ আলি খান। সাইফ-কারিনার ছেলে তৈমুরকে বলা হয় বলিউডের সবচেয়ে সুন্দর তারকা শিশু। সম্প্রতি ইনস্টাগ্রামে কারিনা কাপুর একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে কাঁচি হাতে তৈমুরের চুল কেটে দিচ্ছেন সাইফ আলি খান। এই দারুণ মুহূর্তটি ক্যামেরায় ধারণ করে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন কারিনা।

সম্প্রতি বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর পর শোক প্রকাশ করেন পতৌদি পরিবারের এই তারকা দম্পতি। এমনকি ঋষির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতেও ছুটে যান মুম্বাইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে।

এদিকে রোববার (৩ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ফেসবুকে ভারতের সবচেয়ে বড় অনলাইন কনসার্টে অংশ নেবেন সাইফ-কারিনা। ‘আই ফর ইন্ডিয়া’ শীর্ষক এই কনসার্টের মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায় তহবিল গঠন করা হবে।

আইএনবি/বিভূঁইয়া