টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে রসুলপুর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন রুটের যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে ঘন কুয়াশার কারণে যানবাহন ধীরগতিতে চলায় বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে যানজটের সৃষ্টি হয়। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে তা আরো বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট বেড়ে রসুলপুর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে আটকা পড়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।
আইএনবি/বিভূঁইয়া