রংপুর প্রতিনিধি: রংপুর মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম রিংকুকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। নগরীর বাসটার্মিনাল এলাকা থেকে গতকাল শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৮ মার্চ) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।
ওসি জানান, ‘যুবলীগ নেতা নুরে আলম রিংকুকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে দেখা গেছে।
৫ আগস্ট পরবর্তী গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দেয় সে। দীর্ঘদিন পলাতক ছিলেন এই যুবলীগ নেতা। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে তোলা হয়।’
আইএনবি/বিভূঁইয়া