শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পুর্ব ডামুড্যায় বজ্রপাতে মোস্তাফিজুর রহমান ও সাইফুল নামে দুই জন নিহত হয়েছে। সোমবার দুপুর ১টায় উপজেলা পূর্ব ডামুড্যা জয়ালু গ্রামে বর্জপাতে তাদের মৃত্যু হয়। ডামুড্যা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা খোকন বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন শরীয়তপুরের ডামুড্যা পল্লী বিদ্যুতের এজিএম সাইফুল হক খান বাড়ি কুষ্টিয়া ও জুনিয়র ইঞ্জিয়ার মোস্তাফিজুর রহমানের বাড়ি সাতক্ষীরা।
ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,সোমবার ডামুড্যা পল্লী বিদ্যুতের এজিএম সাইফুল হক খান ও জুনিয়র ইঞ্জিয়ার মোস্তাফিজুর রহমান সকালে পুর্ব ডামুড্যা বিদ্যুতের কাজে যায়। দুপুরে কাজ থেকে মটর সাইকেল যোগে আসার সময় পুর্ব ডামুড্যা জয়ালু গ্রামে আসলে বৃষ্টি শুরু হয়। এসময় নির্মানাধীন বাড়িতে আশ্রয় নিলে বজ্রপাতে সেখানে তাদের মৃত্যু হয়। এসময় স্থানিয়রা তাদের উদ্ধার করে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন