মোহাম্মদ জামাল মল্লিক, শরীয়তপুর
করোনা ভাইরাস মহামারী রুপে ছড়িয়ে পরেছে পুরো পৃথিবী জুড়ে। কর্মহীন হয়ে পরেছে মানুষ।আর এই করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের অসহায় মানুষে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাবেক মেম্বার মোতাহার হোসেন বেপারী সন্তান ও বিশিষ্ট সমাজসেবক, ইতালি প্রবাসী মোঃ আনোয়ার হোসেন বেপারী।
মোঃ আনোয়ার হোসেন বেপারী ইতালি থাকায় তার পক্ষে তার ছোট ভাই মোঃ নাজমুল বেপারী বৃহস্পতিবার ইসলামপুরের দুস্থ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী মধ্যে ছিলো ৫ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম পিয়াস, ৫০০ গ্রাম খেজুর, ৫০০ চিনি।
ইতালি প্রবাসী আনোয়ার হোসেন বেপারী বলেন, আমি বিদেশে রয়েছে। তারপরও আমার জন্মভূমি ইসলামপুরের মানুষের কথা বার বার মনে পরে। তাই আমার সমর্থঅনুযায়ী কর্মহীন মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। আপনারা প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায়, দুস্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে আসুন। মানুষ হয়ে মানুষের মনুষ্যত্বকে ব্যবহার আমাদের দায়িত্ব।