ঠাকুরগাঁও প্রতিনিধি: কোভিড-১৯ এর সংক্রমণ ঝুঁকি কমাতে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জেলা প্রশাসক কে.এম কামরুজ্জামান সেলিম শনিবার (১১ এপ্রিল) রাতে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক ঠাকুরগাঁও জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। এই জেলায় সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভূত থাকবে।
প্রশাসক জানান, ঠাকুরগাঁও জেলায় জনসাধারণের ঢোকা ও বের হওয়া নিষিদ্ধ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সড়ক-মহাসড়ক দিয়ে অন্য জেলার কেউ এই জেলায় প্রবেশ করতে পারবে না। যদি কেউ এই আদেশ অমান্য করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া