ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় সান্তাহার-বোনারপাড়া রেললাইনের আদমদীঘি উপজেলার বামনীগ্রামের নিকট ট্রেনের ধাক্কায় আব্দুস ছামাদ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আব্দুস ছামাদ উপজেলার উথরাইল ঈদগাহপাড়ার আব্দুর রহিমের ছেলে।

SAMSUNG CAMERA PICTURES

নিহতের স্বজন আজিজার রহমান জানায়, আব্দুস ছামাদ কিছুটা ভারসাম্যহীন ব্যাক্তি ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশে যান। এসময় বোনারপাড়া গামী আন্তঃনগর করতোয়া আপ ট্রেনের ধাক্কা লাগলে সে গুরুত্বর অবস্থায় মারা যান। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

আইএনবি/বিভূঁইয়া