ট্রেনের দরজায় উঁকি দিতে গিয়ে সিগন্যাল খুঁটিতে ধাক্কা লেগে যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে উঁকি দিতে গিয়ে নুর আমিন নামে এক যুবকের সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে। মৃত্যুর পর ওই খুঁটির সঙ্গে ঝুলে ছিল তার লাশ। নিহত নুর আমিনের বাড়ি জামালপুরের ইসলামপুর থানায়।

রোববার সকালে গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকার সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মান্নান জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের দরজার পাশে দাঁড়িয়ে ওই যুবক যাচ্ছিলেন। একপর্যায়ে ট্রেনটি ধীরাশ্রম এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের দরজার হাতল ধরে বাইরে উঁকি দেন। এ সময় সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে কালো জিন্স প্যান্ট ও গেঞ্জি ছিল।

আইএনবি/বিভূঁইয়া