টিভিতে আসার জন্য ৬ বছরের বালককে খুন

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্স থেকে লন্ডন ঘুরতে এসেছিল ছয় বছরের একটি শিশু তার পরিবার নিয়ে । ঘুরতে এসে খুন হতে হলো তাকে।

ঘটনায় জড়িত জন্টি ব্রেভারি (১৮) নামের আসামি লন্ডনের টেট মডার্নের দশম তলা থেকে শিশুটিকে ছুঁড়ে ফেলেছিলেন। কারণ তিনি টিভি সংবাদে থাকতে চান।

এদিকে, শিশুটি মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে ময়নাতদন্ত রিপোর্ট।

গ্রেফতার হওয়ার পর জন্টি পুলিশকে জানায়, সাউথ ব্যাংক গ্যালারিতে কাউকে আঘাত করার পরিকল্পনা ছিল তার। যেন সেই আঘাতের কারণে তার নাম টেলিভিশনে আসে।

পুলিশের জিজ্ঞাসাবাদে জন্টি তাদের বলেন, আমি সেই সব বোকাদের দেখাতে চেয়েছিলাম যারা ভাবে আমার কোনো মানসিক সমস্যা নেই। ঘটনাটি টেলিভিশনে এসেছে কিনা সেটাও নাকি জানতে চেয়েছিলেন পুলিশের কাছে।

জন্টি জিজ্ঞাসাবাদে আরও বলেন, আমি শুধু মাত্র টেলিভিশনে আসতে চেয়েছিলাম। আমি কে এবং কেন এটি করেছি। এটা টেলিভিশনে আসলে কেউ অন্য কিছু বলতে পারবে না আমাকে।

জন্টি আদালতে অনেকটাই ভাবলেশহীনভাবে বলেন, আমি মনে হয় তাকে খুন করে ফেলেছি। আমি শুধু তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম।

আইএনবি/বিভূঁইয়া