টাঙ্গাইল প্রতিনিধি: বুধবার(২৯ এপ্রিল) সকালে টাঙ্গাইল কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ধুনাইল গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে নিহত নির্মাণ শ্রমিক বাদশা মিঞা (৫৫)। তিনি রড মিস্ত্রির কাজ করতেন।
উপজেলার বাংড়া ইউনিয়নের খিলদায় মৃত হরিপদ ভৌমিকের ছেলে বিধান ভৌমিকের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে ঘটনাটি ঘটেছে ।
কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনজুরুল ইসলাম জানান, সকালে আমরা ফোন পাই যে,একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে এক ব্যক্তি পড়ে গেছে। ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী অফিসারের অনুমোদিক্রমে বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট তাকে হস্তান্তর করি।
এদিকে স্থানীয়রা ওই ব্যক্তি বেঁচে আছে ভেবে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইএনবি/বিভূঁইয়া