গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বউ বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় রাবেয়া ইসলাম (৬০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
নিহত রাবেয়া মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার নজরুল ইসলামের স্ত্রী। তিনি টঙ্গীর বউ বাজার আনারকলি রোড এলাকার কফিল উদ্দিনের বাড়িতে থাকতেন।
টঙ্গী রেলওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ভৈরবগামী ঢাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা পাঠিয়েছে।
আইএনবি/বিভূঁইয়া