টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর শিলমুন যুগীবাড়ী এলাকা থেকে সাথী আক্তার নামে এক গৃৃৃৃহবধূর লাশ নিজ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সাথী আক্তার।
নিহত সাথী আক্তার যশোর জেলার শাখারী পোতা গ্রামের বাবুল খানের মেয়ে। সাথী আক্তার শিলমুন যুগীবাড়ী এলাকায় মাহতাব উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতো। বৃহস্পতিবার রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
সাথী আক্তারের মৃত্যুর পর থেকেই তার স্বামী সারোয়ার পলাতক রয়েছেন। পরিবারের দাবি নির্যাতন করে সাথীকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে টঙ্গী পূূর্ব থানায় আনে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন ঘটনার সততা নিশ্চিত করেছেন।
আইএনবি/বিভূঁইয়া