সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে ভূমি নিয়ে বিরোধের জের ধরে সিরাজ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি উপজেলার লেংগুড়া হাওর গ্রামের মৃত মুছা মিয়ার ছেলে। রোববার সকালে লেংগুড়া হাওর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে সিরাজ উদ্দিনের সাথে জমির সীমানা নিয়ে একই গ্রামের মকবুল আলীর বিরোধ চলে আসছিলো। এরই জেরে রোববার সকাল ৭টার দিকে বাড়ির সামনে মকবুল আলীর সাথে সিরাজ উদ্দিনের বাকবিতান্ডা হয়। যার একপর্যায়ে মকবুল আলী সিরাজের গলা চেপে ধরলে শ্বাসরুদ্ধ হয়ে মাটিতে পড়ে যান তিনি।
সেখান থেকে সিরাজ উদ্দিনকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার মূল হোতা মকবুল আলীকে আটক করেছে থানা পুলিশ।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্টসহ লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া