চেলসির সঙ্গে লেস্টারের ড্র

ক্রীড়া ডেস্ক:লেস্টার সিটির মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়েই ফিরতে হলো স্টামফোর্ড ব্রিজ শিবিরকে।

কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের ৪৬তম মিনিটে চেলসিকে এগিয়ে দিয়ে ছিলেন রুদিগার।

কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যাচের ৪৬তম মিনিটে চেলসিকে এগিয়ে দিয়ে ছিলেন রুদিগার। ৫৪তম মিনিটে হার্ভি বারনেস লেস্টারকে সমতায় ফেরান। দশ মিনিট বাদে এবার স্বাগতিকরা লিড নিয়ে ফেলে বেন চিলওয়েলের গোলে।

৭১তম মিনিটে রুদিগার নিজের জোড়া গোল পূর্ণ করলে ড্র নিয়েই মাঠ ছাড়ে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল।

২৫ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে রয়েছে এখন লেস্টার সিটি। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তাদের পরেই চেলসির অবস্থান।

আর বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৩-১ গোলে হারিয়েছে মেইঞ্জকে।

আইএনবি/বিভূঁইয়া