চট্টগ্রামে পোশাক মার্কেটে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীতে শুক্রবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে কোতোয়ালী থানার জুবিলী রোডের জহুর হকার্স মার্কেট ও জালালাবাদ মার্কেটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে তাদের ব্যাপাক ক্ষয়ক্ষতি হয়েছে। আসন্ন শীতকে কেন্দ্র করে অনেক শীতের পোশাক এনেছিলেন তারা। সেই সব পোশাক পুড়ে গেছে।

তারা আরও বলেন, দেড় শতাধিক প্রতিষ্ঠান পুড়ে গেছে যার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৬০০ কোটি টাকার।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫ ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৬টার দিকে প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এর সত্যতা স্বীকার বলেন, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

আইএনবি/বিভূঁইয়া