চট্রগ্রাম প্রতিনিধি : বুধবার রাত ১২ টার দিকে এ ব্লক আবাসিকের দ্বিতীয় তলার একটি বাসা থেকে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের পরিদর্শক অংসা থোয়াই মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে আটক করা হয়েছে।
এসময় তাদের বাসায় তল্লাশি করা হলে ৮০০ পিস ইয়াবা, ৩টি ছোরা, ২টি খেলনা পিস্তল পাওয়া যায়। তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলা হয়েছে। জানা যায়, আটক মো.জিয়া উদ্দিন ওরফে জিয়া (২৮), মিন্টু দত্ত (২০) ও মো. শফিকুল ইসলাম ওরফে মুন্না (২০)।
আইএনবি/বিভূঁইয়া