চকবাজারে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

আইএনবি ডেস্ক: রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার একটি ভাড়া বাসা থেকে নজরুল ইসলাম (৪৬) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের ধারণা শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) ভোরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চকবাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, খবর পেয়ে চকবাজারের পোস্তা এলাকার ৩৬/১ নম্বর বাসা থেকে নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, আমাদের ধারণা বাসায় একা থাকায় অজ্ঞাতব্যক্তিরা শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিহতের ভাই জিয়া বলেন, আমার ভাইয়ের প্লাস্টিকের ডাইসের কারখানা রয়েছে। তিন চারদিন ধরে আমার বোন মোছা. ফরিদা বেগম তার বাসায় ভাবি ও তার ছেলে-মেয়েকে নিয়ে বেড়াতে যায়। এর পরে থেকে ভাই বাসায় একা ছিলেন। গত সোমবার ভাই রাত দশটার দিকে কারখানা থেকে বাসায় চলে আসে। এরপর থেকে তার ফোন বন্ধ পাই। পরে জানতে পারি কে বা কারা শ্বাসরোধ করে হত্যা করেছে।

তিনি বলেন, আমাদের বাড়ি নরসিংদী জেলায়। বর্তমানে চকবাজারের পোস্তা এলাকার ৩৬/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতো ভাই। ভাইয়ের দুই ছেলে এক মেয়ে আছে।

আইএনবি/বিভূঁইয়া