মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে গতকাল রোববার রাত ১২টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় মাঝপদ্মায় ছয়টি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে আটকা পড়ে।
ঘন কুয়াশা থাকায় আজ সোমবার ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ আছে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার-শিমুলিয়া ঘাট সূত্র জানায়, গতকাল রাত ১১টার পর থেকে পদ্মা নদীর চারপাশে কুয়াশা পড়তে শুরু করে। রাত ১২টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌপথের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মা নদীতে দিক নির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে রাত ১২টার পর উভয় ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আটকা পড়া ফেরিগুলো মাঝপদ্মায় নোঙর করে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘ঘন কুয়াশার জন্য নৌপথে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মাঝরাত থেকেই আমরা ফেরি চলাচল বন্ধ রেখেছি। কুয়াশার ঘনত্ব কিছুটা কেটে গেলে ফেরি চলাচল আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’
আইএনবি/বিভূঁইয়া