গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জ্যোতি প্রকাশ মল্লিক, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস, গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি রমেন্দ্রনাথ সরকার, গোপালগঞ্জ শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিভূতি রায়, বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সদস্য বরুণ কুমার সাহা, কৃষ্ণ কুমার পাল, জয়দেব সাহা, বিশ্বজিৎ পান্ডে সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
এ বছর গোপালগঞ্জ সদর উপজেলায় ৩৫১ একটি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বলে সভা থেকে জানানো।
আইএনবি/বিভূঁইয়া