গাইবান্ধায় নিষিদ্ধ আল্লার দলের নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় প্রচারপত্র ও জিহাদী বইসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লার দলের জেলা নায়ক আজমত খানকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। শহরের পুরাতন জেলখানা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজমত খানের বাড়ি শহরের বিহারী কলোনীতে । তিনি জেলখানা রোডে টিনের ব্যবসা করতেন।

র‌্যাব ৩ এর ক্যাম্প কমান্ডার মেজর গালিব জানান, আজমত খান নিজের ব্যবসার আড়ালে আল্লার দলের সদস্য হিসাবে বিভিন্ন কর্মকান্ড চালিয়ে আসছিলেন । গোপন সুত্রে খবর পেয়ে শহরের পুরাতন জেলখানা রোড তার ব্যবসা কেন্দ্র থেকে তাকে গ্রেপ্তার করা হয় । পরে তাকে আদালতে পাঠানো হয়।

আইএনবি/বিভূঁইয়া