ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে শফিক মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৪ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক করেছে পুলিশ।
শনিবার (০৭ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী শফিক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মৃত অলি মিয়ার ছেলে।
আশুগঞ্জ থানার ওসি (তদন্ত) ময়নাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সকালে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে পুলিশ। এসময় টি.এস.আই মিজান মিয়া আশুগঞ্জ টোলপ্লাজার সামনে থেকে প্রাইভেটকারটিকে আটক করে। আটকের পর প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার হওয়া গাঁজাগুলো বিক্রির জন্য সিলেট থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া