ক্রিড়া ডেস্ক: বাংলাদেশ দলের ক্রিকেটাররা পারিশ্রমিকসহ নানা ইস্যুতে বিসিবিতে আন্দোলনে নেমেছেন। মিরপুরে একাডেমি ভবনের সামনে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহরা- জমায়েত হয়েছেন ।
সাকিব আল হাসানের নেতৃত্বে ১১ দফা দাবি নিয়ে বক্তব্য রাখেন ক্রিকেটাররা। যদিও ক্রিকেটাররা নিজেদের দাবিগুলো এক এক জন আলাদা আলাদাভাবে তুলে ধরেন মিডিয়ার সামনে।
দুপুর পৌনে ৩টার দিকে বিসিবি একাডেমির সামনে জাতীয় পর্যায়ের সব ক্রিকেটার এসে জমা হন । তবে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আসেননি। আশা করা হচ্ছে, তিনিও যোগ দিতে পারেন ক্রিকেটারদের এই আন্দোলনে।
এই আন্দোলনে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন টেস্ট ও টিচ-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিরত থাকবেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের এ সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়ে গেল ভারতের বিপক্ষে আসন্ন সিরিজ। শুধু তাই নয়, শঙ্কায় বিপিএল, চলমান এনসিএলসহ ক্রিকেটের নানা কার্যক্রম হুমকির মুখে পড়ে গেলো।
আইএনবি/বিভূঁইয়া