‘কোনো অবৈধ স্থাপনা হাতিরঝিলে থাকবে না’

আইএনবি নিউজ:বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অবৈধভাবে হাতিরঝিলে নির্মিত বহুল আলোচিত বিজিএমইএ’র ভবন ভাঙার কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, হাতিরঝিলের অনুমোদিত নকশার বাইরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। থাকতে দেওয়া হবে না ।

তিনি বলেন, দৃষ্টিনন্দন হাতিরঝিলে অবৈধভাবে গড়ে তোলা বিজিএমইএ ভবন ভাঙা শুরু হয়েছে। দেশের পরিবেশ ও রাষ্ট্রের সুরক্ষার লক্ষ্যে এটি করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাতিরঝিলে পানিতে এখন আর খারাপ গন্ধ নেই। তারপরও আমরা পানি নিষ্কাশন ও পরিষ্কারের জন্য অস্ট্রেলিয়া থেকে যন্ত্র নিয়ে এসেছি।প্রতিদিনই পানি পরীক্ষা করা হবে এবং পানি যাতে সুন্দর থাকে সেই ব্যবস্থা করা হবে। হাতিরঝিলে পানি থেকে কোনোরকম দুর্গন্ধ বের হবে না

তিনি বলেন, হাতিরঝিলে অনুমোদিত স্থাপনার বাইরে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। একটি একটি করে সবগুলো দখলমুক্ত করা হবে।

আইএনবি/বিভূঁইয়া