আইএনবি নিউজ: রাজধানীর কাফরুল থানা এলাকা হতে কিশোরগঞ্জের চাঞ্চল্যকর দুলাল হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি দিদারকে (২৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৪ এর সদস্যরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন এএসপি সাজেদুল ইসলাম।
সাজেদুল ইসলাম জানান, ২০১৭ সালে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানা এলাকায় চাঞ্চল্যকর দুলাল হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে।
মামলার প্রধান এজাহারভুক্ত আসামি দিদার (২৫) গ্রেফতার এড়াতে বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন।
সম্প্রতি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই মামলার এজাহারভুক্ত আসামিরা ঢাকা ও এর আশপাশের এলাকায় আত্মগোপনে আছেন।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
আইএনবি/বিভূঁইয়া