কালিয়াকৈরে গৃহবধূর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে রবিবার উপজেলার ডুবাইল এলাকা থেকে বায়লা নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত গৃহবধূ বায়লা মালু (২৫) উপজেলার ডুবাইল এলাকার পল্লাত মালুর স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, প্রতিদিনের মত গত শনিবার রাতে স্বামী পল্লাত মালু স্ত্রী সন্তানকে রেখে পাশের বিলে মাছ ধরতে যান। সকালে ওই ঘরের দরজা না খোলায় বায়লা মালুর শাশুড়ি ডাকতে যান। পরে ঘরের ভিতরে থাকা তাদের আট বছরের শিশু কন্যা পল্লবী দরজা খোলে বেড়িয়ে আসে। শাশুড়ি ঘরে ঢুকে দেখতে পান ঘরের আড়ার সাথে বায়লা মালু ঝুলে আছে। পরে শাশুড়ির ডাকচিৎকারে আশেপাশের লোক ছুটে আসে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিক্যালে কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার উপপর্রিদশক (এসআই) হালিম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার দায়ের করা হয়েছে।

আইএনবি/বি.ভূঁইয়া