করিমগঞ্জে তুচ্ছ ঘটনায় দোকান ভাঙচুর, আহত ১০

লক্ষ্মীপুর প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জে ঝগড়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার ছয়টি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকালে ভাঙ্গাখালি গ্রামের মাঠে ভাঙ্গাখালি গ্রামের ছেলেদের সঙ্গে নয়াকান্দি গ্রামের ছেলেদের ঝগড়া হয়। রাতে উভয় পক্ষের অভিভাবকরা বৃহস্পতিবার সকালে বসে বিষয়টি মীমাংসার জন্য সম্মত হন।

কিন্তু সকাল ১০ টার দিকে ভাঙ্গাখালি গ্রামের শতাধিক লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে নয়াকান্দি মোড়ের দোকানগুলোতে হামলা চালায়। তাদের এলোপাতাড়ি হামলায় অন্তত ১০ জন আহত হন। তারা ছয়টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালায়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।

আইএনবি/বিভূঁইয়া