আইএনবি নিউজ: রাজধানীতে শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সচিবালয়ের বিপরীত পার্শ্ববর্তী পুলিশ কন্ট্রোল রুমের ভবনের তৃতীয় তলা রুমের ভবন থেকে পড়ে সুজন কুমার বিশ্বাস নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাপলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
আইএনবি/বিভূঁইয়া