কক্সবাজার প্রতিনিধিঃ একই পরিবারের চারজনকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কক্সবাজারের উখিয়া উপজেলার পূর্বরত্নায় বুধবার দিনগত রাতের কোন এক সময় রত্নাপালং ইউনিয়নের পূর্বরত্না ভালুকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, রত্নাপালং এলাকার পূর্বরত্না ভালুকিয়ার মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখি বড়ুয়া (৬০), কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার স্ত্রী মিলা বড়ুয়া (২৩), রোকেন বড়ুয়ার ছেলে রবিন বড়ুয়া (৫), শিপু বড়ুয়ার মেয়ে সনি বড়ুয়া (৬)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুর ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। থানা সূত্রে জানা যায়, ছাদের সিঁড়ি দিয়ে প্রবেশ করে মৃতদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সকালে ঘটনাস্থলে যান উখিয়া নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।
আইএনবি/বিভূঁইয়া