এসি বিস্ফোরণে সাংবাদিকের ছেলে নিহত

আইএনবি নিউজ: বৃহস্পতিবার (২ জানুয়ারি) ভোরে রাজধানীর আফতাবনগরের তিন নম্বর রোডে অবস্থিত মোয়াজ্জেম হোসেন নান্নুর বাসায় এসি বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নুর একমাত্র ছেলে পিয়াস (২৪) নিহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.বাচ্চু মিয়া বলেন, বৃহস্পতিবার ভোরে সাংবাদিক নান্নুর বাসার এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আগুনে দগ্ধ হন তার ছেলে পিয়াস। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি নিজেও।

তিনি বলেন, পরে সকাল ৭টার দিকে পিয়াসকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিয়াসের মরদেহ ঢামেকের জরুরি বিভাগে রাখা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া