ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে পালিত

পাবনা প্রতিনিধি:পাবনার ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে।

আজ  বুধবার (১৭ই মার্চ) সকালে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুজ্জামান বিশ্বাস উপজেলা দলীয় ক্যার্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন । এছাড়া উপজেলা প্রশাসন হতে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন আওয়ামীলীগ তাদের অন্যান্য কর্মসূচির মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উৎসব মোখরভাবে পালন করেন।

এসব অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ঈশ্বরদী আওয়ামীলীগের সহ-সভাপতি ও জাতীয় শ্রমিকলীগ নেতা জনাব রশীদুল্লাহ, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান জনাব হাবিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম (বাবু) প্রমুখ।

আইএনবি/ তারেক/সম্পাদনা- বিভূঁইয়া