ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

রংপুর প্রতিনিধি: রংপুরে সাদ্দাম হোসেন নামে এক পুলিশ কনেস্টবল ও তার সহযোগী মাদক কারবারিকে বৃহস্পতিবা রাতে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়াহাট বাজার থেকে ইয়াবাসহ আটক করেছে সদর কোতয়ালি থানা পুলিশ।

 

কোতয়ালি থানা পুলিশের ওসি সাজেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩৭০ পিস ইয়াবাসহ হাতেনাতে সাদ্দাম হোসেন ও তার সহযোগী রফিকুল ইসলাম মিলনকে আটক করা হয়। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেফতার দুজনই বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গ্রেফতার সাদ্দাম হোসেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কনেস্টবল পদে চাকরি করছেন। তিনি পুলিশ লাইন্সে ক্যান্টিন দেখাশোনার দায়িত্বে রয়েছেন। সাদ্দাম দীর্ঘদিন ধরে মাদক সরবরাহে জড়িত। বিভিন্ন সময় তার সহযোগীর মাধ্যমে অসহায় লোকজনকে মাদক দিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায় করতেন তিনি।

ওসি সাজেদুল ইসলাম জানিয়েছেন, তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে ।

আইএনবি/বিভূঁইয়া