সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে নবীনগর এলাকা থেকে ৩৮০ পিস ইয়াবাসহ সানজিদা আক্তার তুলি (২৩) নামের এক তরুণীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক সানজিদা আক্তার তুলি আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মামুন নামের এক ব্যক্তির স্ত্রী বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক তরুণীকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক তরুণী দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক জাহিদুর ইসলাম জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আইএনবি/বিভূঁইয়া