ইয়াবা আসছে ভারতীয় গরুর পেটে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ইয়াবা আনা হচ্ছে ভারতীয় গরুর পেটে ঢুকিয়ে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ওসি লোকমান হোসেন আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন । গত বৃহস্পতিবার সকাল ১১টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলে সবাই বিস্মিত হন।

সভায় ওসি লোকমান হোসেন জানান, প্রথমে পলিথিনে ইয়াবা মুড়িয়ে গরুকে খাওয়ানো হয়। পরে জবাই শেষে মাংস বিক্রির পাশাপাশি পলিথিন থেকে ‘উদ্ধার’ করা হয় ইয়াবা। এ কারণে দিনকে দিন ভারতীয় গরুর ভুঁড়ির কদর বেড়েই চলছে!

ওসি লোকমান হোসেন সভায় উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি গরু চোরাচালান বন্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়—সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘যেকোনো উপায়ে ভারতীয় গরু আসা বন্ধ করতে হবে। কারণ গরু এলে মাদকও আসবে।’

আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাসুদ উল আলম। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূঁইয়া জীবন, সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান, পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া