আন্তর্জাতিক ডেস্ক: ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক দপ্তর গতরাতে (মঙ্গলবার রাতে) এক বিবৃতিতে ওই দপ্তরের প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সাম্প্রতিক ইরান সফরের কথা উল্লেখ করে একথ জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ বলেছে, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য সবরকম প্রচেষ্টা চালাবে এই ইউনিয়।
বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বোরেলের সাক্ষাতের কথা উল্লেখ করে বলা হয়, এসব সাক্ষাতে মূলত পরমাণু সমঝোতা রক্ষা করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, পরমাণু সমঝোতা বাস্তবায়ন তদারকির সমন্বয়কারী হিসেবে জোসেফ বোরেল সকল পক্ষের মাধ্যমে এটি রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালাবেন। মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তার স্বার্থে পরমাণু সমঝোতা রক্ষা করা প্রয়োজন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল গতমাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম ইরান সফরে সোমবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করেন।এসব সাক্ষাতে পরমাণু সমঝোতার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মূলত আলোচনা হয়।
আমেরিকার পক্ষ থেকে পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়া এবং ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারার প্রতিবাদে ইরান সম্প্রতি এ সমঝোতার ধারাগুলো বাস্তবায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। তেহরান বলেছে, তার একার পর একতরফাভাবে আর এই সমঝোতা বাস্তবায়ন করা সম্ভব নয়। ইরান আরো বলেছে, পশ্চিমা দেশগুলো পরমাণু সমঝোতায় ইরানকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলে ইরানও এ সমঝোতার ধারাগুলো আবার বাস্তবায়ন শুরু করবে। পারসটুডে
আইএনবি/বিভূঁইয়া