নিজস্ব প্রতিবেদক
সামাজিক সংগঠন আলোর পথিকের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গত রোববার দুপুর রাজধানীর শনিরআখড়ার শেখদী এলাকায় এ কর্মসূচি পালন করে করে সংগঠনটি।
এতে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর ও আলোর পথিকের প্রধান উপদেষ্টা মোস্তাক আহম্মেদ, সাবেক ইউপি সদস্য ও উপদেষ্টা কাজী বদরুল হুদা বিপু, আলোর পথিকের সম্পাদকমণ্ডলীর সদস্য বাবু সমীর সরকার, তৌহিদ আখন্দ, মাছুম আহম্মেদ, রাশিদুল ইসলাম, রবি দেওয়ানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
এসময় বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়। এরপর এক হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।