আমার জীবনীশক্তিটুকু কেউ শুষে নিচ্ছে মনে হচ্ছিল: ওয়াসফিয়া

আইএনবি ডেস্ক: বাংলাদেশি এভারেস্ট জয়ী ওয়াসফিয়া নাজরিন কভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছেন। সেখান থেকে ফেসবুকে দীর্ঘ পোস্টে তিনি জানিয়েছেন, করোনার বিরুদ্ধে তার সংগ্রামের কাহিনী।

২২ মার্চ দেয়া সেই পোস্টে ওয়াসফিয়া জানান, করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মনে হচ্ছিল আমার মুখের ভেতর কেউ ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আমার জীবনীশক্তিটুকু শুষে নিচ্ছে।

এখন তার শারিরীক অবস্থান উন্নতি হয়েছে বলেও জানিয়েছেন বাংলাদেশি এ পর্বারোহী। তবে করোনাভাইরাসের কারণে সুপারমার্কেটে সব পণ্য শেষ হয়ে হয়ে যাওয়ায় নিরামিষভোজী হয়েও শর্করাজাতীয় খাবার বেশি খেতে হচ্ছে ওয়াসফিয়াকে।

আইএনবি/বিভূঁইয়া